রাজবাড়ীতে ২২ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৮ Time View
সাজিদ হোসেন/কাজী আনোয়ারুল ইমলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার প্রতিযোগিকে নিয়ে ২২ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিন ব্যাপী ওই প্রতিযোগিতা জেলা শহরের ঐতিহ্যবাহী দারল উলুম ভাজনচালা মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
এতে ৫পারা, ১০পারা, ২০পারা, ৩০পারা ও ৩০পারা ছিগারুল হুফফাজ (ক্ষুদে হাফেজ) সহ পাঁচটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ৪র্থ ও ৫ম স্থান অধিকার করেছে, তাদের কে আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। জেলা পর্যায়ে পুরস্কার প্রাপ্তদের কে নিয়ে বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যা আগামী ৭ই মার্চ মাদারীপুর জেলা শহরে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর থেকে আগত বরেণ্য হুফফাজে কেরাম। হিফজুল কুরআন প্রতিযোগিতার মূল লক্ষ হচ্ছে, প্রতিটি ছাত্রকে আন্তর্জাতিক মানের কুরআনের হাফেজ হিসাবে গড়ে তোলা।
রাজবাড়ী জেলার ৫ উপজেলা থেকে আগত মাদরাসা সমূহের মধ্যে জেলা শহরে অবস্থিত দারুল উলুম ভাজনচালা মাদরাসা অন্যতম। মোট ৩৫টি পুরস্কারের মধ্যে ভাজনচালা মাদরাসায় পেয়েছে ১৯ টি পুরস্কর। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এম এ খালেক, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ কেরামত আলী অধ্যক্ষ জয়নাল আবেদীন, গোয়ালন্দের মাওলানা আমিনুল ইসলাম, ফরিদপুরের মুফতি আব্দুল গফফার, পাংশার মুফতি রিয়াজুল ইসলাম, রাজবাড়ী জজকোর্ট মসজিদের মাওলানা নুরুল আলম মাওলানা মাহবুবুল আলম, ফরিদপুরের মুফতি মাহমুদুল হাসান ফায়েক, রাজবাড়ীর বৃচাত্রা মাদ্রাসার মাওলানা ইউসুফ নোমানী, মোঃ শাজাহান সহ বিভিন্ন মাদরাসার ছাত্র ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারী হাঃ মাওলানা ইলিয়াছ মোল্লা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়