রাজবাড়ীর সরকারী আদর্শ মহিলা কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন –

- Update Time : ০৯:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৮ Time View
ইমরান/আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজে চারদিন ব্যাপি বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ প্রাঙ্গনে চারদিন ব্যাপি বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ফখরুজ্জামান।
রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলিপ কুমার করের সভাপতিত্বে-বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুজ্জামান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর আ,ক,ম শাখাওয়া হোসেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু।
সঞ্চালনা করেন রাজবাড়ী রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক সুরঞ্জিত চক্রবর্তী এবং একাদশ শ্রেনীর ছাত্রী শাহনাজ আক্তার শান্তনা ও তামিমা বিনতে আইয়ুব। চারদিন ব্যাপি বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানের আহব্বায়ক ছিলেন রাজবাড়ী রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপকমোহাম্মদ আব্দুর রশিদ ।
চারদিন ব্যাপি বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে ৩টি ইভেন্টে ৬০ জন প্রতিযোগী কবিতা আবৃত্তি, দেশাত্ব বোধক গান ও কৌতুক প্রতিযোগীতায় অংশ,গ্রহন করছে ।
আগামী ২৭ফেব্রুয়ারী চুড়ান্ত প্রতিযোগীতার মধ্যদিয়ে পুরস্কার বিতরন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়