গোয়ালন্দের উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন –

- Update Time : ০৮:৪১:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮
- / ২৩ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু নাসার উদ্দিন এটি উদ্বোধন করেন। দূর্ণীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় কারো অনুপস্থিতিতে পণ্য বিক্রির প্রতিষ্ঠান হিসেবে এই প্রথম গোয়ালন্দে চালু করা হয়। এখন থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের পছন্দের পণ্য কিনে সামনে রাখা ক্যাশ বাক্সে টাকা রেখে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম শফি, উপজেলা রির্সোস সেন্টার এর ইন্সট্রাক্টর মো. কামরুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী, পৌরসভার স্থানীয় কাউন্সিলর আব্দুর রশিদ ফকীর প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু নাসার উদ্দিন বলেন, ‘সততা ষ্টোরে’ প্রতিটি পণ্যের গায়ে বা কাগজে মূল্য লেখা থাকবে। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিস কেনার পর নির্ধারিত মূল্য পরিশোধ করবে। এটি এক ধরনের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেয়া বা সততা শেখার পথ দেখানো। অন্যের অনুপস্থিতে কিছু পণ্য কেনার পর তার মূল্য পরিশোধ করা এটাও এক ধরনের সততার পরিক্ষা দেয়া।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়