গোয়ালন্দে ৪র্থ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ –

- Update Time : ০৯:০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮
- / ২৩ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে শিশু সংগঠন ‘দৌলতদিয়া শিশু সংসদ’ এর তৎপরতায় শুক্রবার চতুর্থ শ্রেণি ছাত্রী লতা আক্তারের বাল্যবিয়ে বন্ধ হয়েছে। সে উপজেলার ১২ নং চর দৌলতদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
জানা যায়, শুক্রবার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আয়নাল মাতুব্বার পাড়ার মো. খবির শেখের মেয়ে লতা আক্তারকে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড পরশ উল্লার পাড়ার আব্দুর রাজ্জাক ফকীরের ছেলে হাফিজুর রহমানের বাল্যবিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ের খবরটি দৌলতদিয়া শিশু সংসদের শিশুরা জানার পর গত দুই দিন ধরে নানা ভাবে বুঝিয়ে ওই শিশুরা লতার অভিভাবকে বাল্যবিয়ে না দিতে অনুরোধ করে। তাদের অনুরোধ না শুনে শুক্রবার লতার বিয়ের আয়োজন চুড়ান্ত করে তার অভিভাবক। বিষয়টি দৌলতদিয়া শিশু সংসদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ফোনে শুক্রবার গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা একে আজাদকে জানালে তিনি বিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন।
দৌলতদিয়া শিশু সংসদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জানায়, বাল্যবিয়েটি বন্ধ করতে প্রথমে তারা লতার অভিভাবকদেরকে অনেক বুঝিয়েছে। কিন্তু তারা রাজি হননি। তাই পরে প্রশাসনের সহায়তা নিয়ে বাল্যবিয়েটি বন্ধ করা হয়েছে। তাদের সংগঠন এলাকার বাল্যবিয়ে রুখতে আগামীতেও সজাগ থাকবে বলে সে জানায়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা একে আজাদ বলেন, ‘খবর পেয়ে বিয়েবাড়িতে দ্রুত ফোর্স পাঠিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করার নির্দেশ দিয়েছি এবং খোঁজ-খবর রাখছি। নির্দেশ অমান্য করে যদি তারা ওই শিশুকে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়