দৌলতদিয়া পতিতালয় থেকে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার –
- Update Time : ০৮:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮
- / ২৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দৌলতদিয়া পতিতালয়ে মাদক বিরোধী টাক্সফোর্সের সদস্যরা গত বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করেছেন। এ সময় ওই পল্লীর শিল্পী বাড়িওয়ালীর ভাড়াটিয়ার ঘর থেকে ৫কেজি ২০০ গ্রাম গাঁজা ও নগদ ৬হাজার ৩শত টাকা উদ্ধার করা হয়। সে সময় একজনকে গ্রেপ্তার করা হলেও, আরেক জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ওই ঘটনায় গোয়ালন্দ থানায় দুই জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলো, দৌলতদিয়া পতিতা পল্লীর শিল্পী বাড়িওয়ালীর ভাড়াটিয়া শিল্পী বেগম (৩৫) এবং গোয়ালন্দ পৌরসভার বাঁশহাটা সংলগ্ন জুড়ান মোল্লারপাড়া গ্রামের মৃত কাহাজ উদ্দিন দরনীর ছেলে দলিল উদ্দিন দরনী ওরফে দলু সাধু।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিব মিনা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া শাহনাজ খানমের নেতৃত্বে বিরোধী টাক্সফোর্সের সদস্যরা দৌলতদিয়া পতিতা পল্লীর শিল্পী বাড়িওয়ালীর ভাড়াটিয়া শিল্পী বেগমের ঘরে অভিযান পরিচালন করেন। সে সময় ওই ঘর থেকে ৫কেজি ২০০ গ্রাম গাঁজা ও নগদ ৬হাজার ৩শত টাকা উদ্ধার করা হয়। সেই সাথে শিল্পী বেগমকে গ্রেপ্তার করা হলেও, দলিল উদ্দিন দরনী ওরফে দলু সাধু পালিয়ে যেতে সক্ষম হয়। যে কারণে ওই দুই জনের বিরুদ্ধেই গোয়ালন্দ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়