গোয়ালন্দে একজ জাগরণে’র কবিতা উৎসবে আবৃত্তিকারদের মিলন মেলা –
- Update Time : ০৮:৪৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৪ Time View
আসজাদ হোসেন আজু, শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
‘কবিতায় ঋদ্ধ হোক মানবতা’ এ শ্লোগানে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গোয়ালন্দে অনুষ্ঠিত হল কবিতা উৎসব।
বাংলা ভাষার সঠিক চর্চার প্রয়াসে গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবের শহীদ মিনারের পাদদেশে সামাজিক সংগঠন ‘একজ জাগরণে…’ নবম বারের মত এ কবিতা উৎসবের আয়োজন করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সাংস্কৃতিক সংগঠন অঙ্গন ও সকল আবৃত্তি শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর সকল ভাষা শহীদ এবং স্থানীয় প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন এবং ১৯৫২ টি মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও ফানুস উড়ানো হয়। একজ জাগরণে এর আহ্বায়ক সুজন সরওয়ারের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
উৎসবে আবৃত্তি পরিবেশন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক মাসকুর-এ-সাত্তার কল্লোল, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি গণেশ পাল, ফরিদপুর আবৃত্তি সংসদ ও অঙ্কুর, মাদারীপুরের উদ্ভাস ও মাত্রা, গোপালগঞ্জের আবৃত্তি আড্ডা, মাগুরার কণ্ঠবীথি, কুষ্টিয়া আবৃত্তি পরিষদ, রাজবাড়ীর প্রিয়তমাষু আবৃত্তি নিকেতন, রাজবাড়ী আবৃত্তি পরিষদ, বাগেরহাটের স্বরবিন্যাস, ঢাকার মুক্তধার ও স্বনন, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ধ্বনি এবং একজ আবৃত্তি বিভাগের আবৃত্তি শিল্পীবৃন্দ। উৎসব সঞ্চালনা করে সুরজিত চক্রবর্তী, দীপা ও অর্থী। সহ¯্রাধিক কবিতা প্রেমী দর্শক গভীর রাত পর্যন্ত উৎসব উপভোগ করেন।
জাগরণের লক্ষ্যে, মানবাতার মন্ত্র বুকে ধারণ করে গোয়ালন্দের কিছু তরুণ একত্রিত হয়ে এই কবিতা উৎসবের মধ্যদিয়ে ৮ বছর আগে একজ জাগরণের পথ চলা শুরু। সংগঠনটি সামাজিক জাগরণের লক্ষ্যে সচেতনতা সৃষ্টির প্রয়াসে বিভিন্ন কাজ করে চলেছে।
বিগত ৮ বছর ধরে ২২ ফেব্রুয়ারী সামাজিক সংগঠন একজ জাগরণে সারাদেশের প্রতিষ্ঠিত আবৃত্তিকারদের নিয়ে এই উৎসবের আয়োজন করে আসছে। ইতিমধ্যে উৎসবটি এ অঞ্চলের কবিতাপ্রেমী মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠায় দুর-দুরান্ত থেকে দর্শক সমাগম ঘটে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়