গোয়ালন্দে “গোয়ালন্দ এডুকেশন সোসাইটি” নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ –
- Update Time : ০৮:৪৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৪ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমগুলোকে গতিশীল করা,বিভিন্ন ক্ষেত্রে মেধাবীদের খুজে বের করে তাদেরকে সহায়তা করাসহ বিভিন্ন উদ্দেশ্যে “গোয়ালন্দ এডুকেশন সোসাইটি” (জিইএস) নামে নতুন সংগঠনের আতœপ্রকাশ করেছে।
বুধবার বিকেলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু নাসার উদ্দিনকে সভাপতি,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমানকে সাধারন সম্পাদক করে দুই বছর মেয়াদী এ সংগঠনের একটি কমিটি করা হয়। কমিটিতে উপজেলা শিক্ষা অফিসার আঃ মালেককে সহ-সভাপতি ও উপজেলা সমাজ সেবা অফিসার জহিরুল ইসলামকে সমন্বয়ক করা হয়।
এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন চত্ত্বরে ইউএনও’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার জহিরুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক শামীম শেখ, শিক্ষক কৃষ্ণ কান্ত মন্ডল, জীবন চক্রবর্তী, লুৎফর রহমান, পলাশ কবিরাজ এবং সাংবাদিক মেহেদুল হাসান আক্কাছ। সভায় সংগঠনের কাজের প্রয়োজনে আগামীতে কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ইউএনও আবু নাসার উদ্দিন জানান, গোয়ালন্দের শিক্ষা প্রতিষ্টানগুলোতে সহশিক্ষা কার্যক্রমকে গতিশীল করা,সৃজনশীল মেধাকে বিকশিত করা,বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করা, নৈতিক অবক্ষয় রোধ করা, মাদক ও বাল্যবিয়ে রোধ করা, পড়া-লেখার প্রতি শিক্ষার্থীদের মনোযোগি করে তোলা, আর্তমানবতার সেবা করাসহ বিভিন্ন উদ্দেশ্যে এ সংগঠন কাজ করবে। এ লক্ষ্যে তিনি সকলের সহায়তা কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়