শুদ্ধভাবে জাতীয় সংগীত গেয়ে সেরা হলো রাজবাড়ীর তিন শিক্ষা প্রতিষ্ঠান –

- Update Time : ১০:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৭ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
জেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া এবং দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে জেলার পাঁচটি উপজেলার ১৫টি দল অংশ গ্রহণ করে। যার মধ্য থেকে তিনটি দলকে জেলা পর্যায়ের সেরা হিসেবে ঘোষনা করা হয়। তারা হলো, প্রাথমিক পর্যায়ে টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ। জেলা পর্যায়ের বিজয়ী এই তিনটি দল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদেকুর রহমান। এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, সহকারী কমিশনার কাফি বিন কবির, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, জেলা শিল্পকলা একাডেমির উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষক নিজাম আনছারী, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সংগীত প্রশিক্ষক চপল স্যার্নাল, দোলনচাঁপা সংগীতাঙ্গনের প্রশিক্ষক শ্যামা রানী দে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়