৮ শতাধিক চাকরি প্রার্থীর অংশ গ্রহণে রাজবাড়ীতে অনষ্ঠিত হলো “জব মেলা” –
- Update Time : ১০:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৭ Time View
রুবেলুর, আতিয়ার, ইমরান, রাজবাড়ী বার্তা ডট কম :
“কারিগরি শিক্ষা নিন বদলে যাবে আপনার দিন”- এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে দিন ব্যাপি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে স্কুল মাঠ প্রাঙ্গনে ওই মেলা অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) পরিচালিত ও বি-সেপ প্রকল্পের অর্থায়নে আজ বৃস্পতিবার দুপুরে টকনিক্যাল স্কুল এান্ড কলেজ মাঠে দিন ব্যাপি এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে বক্তব্য প্রদান করেন, শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী-১ অসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংরক্ষিত আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, ভকেশনালের পরিচালক ড. মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন আইএলও প্রোগ্রাম কর্মকর্তা এ্যালেক্সিয়াস চিচান, অধ্যাপক শংকর চন্দ্র সিনহা, চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ জাকির হোসেন, স্টেপ প্রজেক্টের কমিউনিকেশন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। এ সময় অতিথিরা ইন্ডষ্ট্রি ডিরেক্টরি উন্মোচন করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন, স্কলের চিপ ইনষ্টাক্টর সমর কান্তি হালদার ও বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক মোঃ সোহেল মিয়া।
মেলায়, জেলার বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জব মেলায় তাদের কর্মকান্ড উপস্থাপন করে চাকরি প্রার্থীদের চাকরির বাজার সম্পর্কে অবহিত করতে স্টলের আয়োজন করেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আট শতাধিক চাকরি প্রার্থী শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
এ মেলায়, গোন্ডেশিয়া জুট মিল লিমিটেড, রাজবাড়ী জুট মিলস লিমিটেড, কিং জুটমিল লিমিটেড, সাগর এ্যাগ্রো ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিসটেড, গোয়ালন্দ গ্রুপ, বাংলাদেশ হ্যাচারী লিমিটেড, মাটি আর মানুষ, আড়ং, ইনফরমেশন সেন্টার, ফরিদপুরের মামুন গ্রুপ অফ কোম্পানী, রান ইন্ডাস্ট্রিসসহ মোট বারটি স্টল স্থান পায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়