হারোনো জাতীয় পরিচয় পত্রসহ মানিব্যাগ ফিরিয়ে দিলেন রাজবাড়ীর ট্রাফিক পুলিশ –

- Update Time : ০৯:৫২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮
- / ৩৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রবিউল ইসলাম নামে এক চাকুরীজীবির হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র (৮৮১৭৮২৫৪৯৬৯০৮)সহ তার পরিচয় প্রয়োজনীয় জরুরী কাগজপত্রাদি ফিরেয়ে দিয়েছেন রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর পাশে চলমান লাইসেন্স বিহিন মোটর সাইকেল অভিযানে দ্বায়িত্ব পালনের সময় এ জাতীয় পরিচয়পত্রসহ জরুরী কাগজপত্র ফিরিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট মোঃ শাহ নেওয়াজ, এটিএসআই খন্দকার মাসুদুল হক প্রমূখ।
রবিউল ইসলাম জানান, কয়েকদিন আগে তার ব্যবহৃত মানিব্যাগটি হারিয়ে যায়। যার মধ্যে ছিল তার জাতীয় পরিচয়পত্রসহ জরুরী কিছু কাগজ, যেগুলো তার খুবই প্রয়োজনীয়। কিন্তু আজ হঠাৎ তার মোবাইল ফোনে ট্রাফিক পুলিশ ফোন করে বলেন তার মানিব্যাগটি পাওয়া গেছে। সে খবর শুনে তিনি তার হারিয়ে যাওয়া মানিব্যাগ ও ওই সব কাগজপত্র নিতে এসেছেন। আসলে এখনো আমাদের দেশে অনেক ভাল মানুষ আছে, যার প্রমান এই ট্রাফিক পুলিশগুলো। সবাই পুলিশকে খারাপ বলে কিন্তু পুলিশ খারাপ না। তারা এভাবেই সব সময় সাধারন মানুষের পাশে থাকেন।
ট্রাফিক পুলিশ সার্জেন্ট মোঃ শাহ নেওয়াজ জানান, তারা মোটর সাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেটের অভিযান পরিচালনা করছিলেন। সে সময় ওই স্থানের দেওয়ালের পাশে একটি মানিব্যাগ পরে থাকতে দেখেন। যার মধ্যে ছিল একটি জাতীয় পরিচয়পত্রসহ কিছু কাগজপত্র। পড়ে তার মধ্যে থাকা একটি কার্ড থেকে ফোন নম্বর নিয়ে ওই ব্যাক্তি ফোন করে এনে তার হারিয়ে যাওয়া মানিব্যাগসহ কাগজপত্র বুঝিয়ে দেন। পুলিশ সব সময় জনগণকে সেবা দেবার চেষ্টা করেন। যার অংশ হিসেবেই রবিউল ইসলামের হারিয়ে যাওয়া জাতীয় পরিচয় পত্রসহ মানিব্যাগটি ফিরিয়ে দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়