খৈয়মের নেতৃত্বে রাজবাড়ী জেলা বি’এনপি’র উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত –

- Update Time : ১০:৩৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮
- / ২৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষে সকালে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা বিএনপি’র সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালী। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে। এ সময় দলের অন্যান্য সহযোগি সংগঠন পুষ্পমাল্য অর্পন করে।
পুষ্পমাল্য অর্পনের সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রোকন উদ্দিন চৌধুরী, এ্যাডভোকেট আসাদুজ্জামান লাল, জেলা বিএনপি’ সাংগঠনিক সাধারন সম্পাদক ভিপি গাজী আহসান হাবীব, সদর উপজেলা বিএনপি’র সভাপতি একেএম ইকবাল হোসেন, পৌর বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জাসাসের সভাপতি আব্দুর রউফ হিটুু, ছাত্রনেতা আব্দুল আল মামুন স¤্রাটসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তারা মিছিল সহ জেলা বিএনপি কার্যালয়ে ফিরে আসে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়