মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীর জেলা প্রশাসকের বাণী –
- Update Time : ০৯:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮
- / ৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাঙালির হাজার বছরের সংগ্রামী ইতিহাসে অমর একুশে ফেব্রুয়ারি এক উজ্জ্বল এবং মহান সংযোজন। মাতৃভাষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমিক বাঙালি তরুণদের এমন আত্মত্যাগ গোটা বিশ্ব-ইতিহাসেই বিরল। একুশের পথ বেয়েই আমরা পৌঁছেছি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মোহনায়।
আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিকসহ নাম না জানা ভাষা শহীদ এবং সকল ভাষা সংগ্রামীকে। গভীর শ্রদ্ধা জানাচ্ছি ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির স্বাধিকার সংগ্রামের প্রতিটি পর্বে যুক্ত থেকে এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে আমাদের উপহার দিয়েছেন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ, লাল-সবুজের পতাকা এবং পবিত্র সংবিধান।
বাঙালির একুশে ফেব্রুয়ারি আজ পরিণত হয়েছে সারাবিশ্বের মাতৃভাষাপ্রেমী মানুষের ভাষার অধিকার আদায়ের প্রতীক দিবস হিসেবে। একুশে ফেব্রুয়ারি মহিমামণ্ডিত করেছে বাঙালি জাতিকে। ১৯৫২ সালে মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষার দাবিতে মিছিলে শ্লোগানে প্রকম্পিত হয়েছিল গোটা বাংলাদেশ। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক বুকের রক্ত দিয়ে যে ইতিহাস রচনা করে গেছেন তা বাঙালির মাথা নত না করার চিরকালীন প্রেরণা হয়ে আছে।
বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। সরকার বাংলাদেশকে শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক ও তথ্য-প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। ২০২১ সালে আমাদের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ২০২২ সালে অমর একুশের সত্তর বছর পূর্তি হবে। এই তিন মহান মুহূর্তকে লক্ষ্যবিন্দু নির্ধারণ করে বর্তমান সরকার ক্ষুধা-দারিদ্র্য-অশিক্ষা-জঙ্গিবাদ-সন্ত্রাসমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে।
আসুন আমরা সকলে মিলে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সংস্কৃতি বিরোধী যে কোন অপশক্তিতে প্রতিহত করি। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে একতাবদ্ধ হয়ে কাজ করি। মহান একুশে ফেব্রুয়ারিতে এই হোক আমাদের অঙ্গীকার।
( মোঃ শওকত আলী )
জেলা প্রশাসক
রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়