রাজবাড়ীতে তিন দিন ব্যাপী বই মেলার উদ্বোধন –

- Update Time : ০৯:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮
- / ৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
একুশে ফ্রেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার বিকালে জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে তিন দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। বেলুন উড়িয়ে এবং ফুলের ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ওই মেলার উদ্বোধন করেন, রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম।
পরে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভায়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ফকির আব্দুল জব্বার, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ রহিম বক্স, একুশে পদক প্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম প্রমুখ বক্তৃতা করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় ৩৬টি স্টলে নানা রকম বইয়ের সমারহ ঘটেছে।
এদিকে, আজ ২০ ফেব্রুয়ারী বিকাল ৫টায় আলোচনা অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। ২১ ফেব্রুয়ারী রাত ০০.০১ মিনিটে রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ, সূর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, দিনের সুবিধামত সময়ে মসজিদ/মন্দির/গীর্জা ও অন্যান্য উপসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বিকাল ৩টায় ডাঃ আবুল হোসেন কুইজ প্রতিযোগিতা, ৪টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, সাড়ে ৪টায় একুশের প্রেক্ষিত শীর্ষক আলোচনা, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৭টা ১৫ মিনিটে সমাপনী ও পুরস্কার বিতরণ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়