দৌলতদিয়ায় দালাল চক্রের হাতে ফেরির জাল টিকিট –
- Update Time : ০৯:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮
- / ২৪ Time View
আসজাদ হোসেন আজু, রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া ঘাটে ফেরির টিকিট কিনে দেয়ার নামে দালাল চক্র ট্রাক চালকদের জিম্মি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার পাশাপাশি জাল টিকিট সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে। এতেকের বড় ধরনের রাজস্ব ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে এ নৌরুটে।
দালালের সরবরাহ করা ফেরি পারাপারে ট্রাকের একটি জাল টিকিট বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের নজরে আসলে রোববার রাত সাড়ে ৮টার দিকে সবুজ মিয়া (২৭) ও অজ্ঞাত ৬/৭ জন দালালের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বানিজ্য) মো. শফিকুল ইসলাম। সবুজ রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি হরিহরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারী বিকেলে ঢাকা মেট্টে-১৫-১৩৯২ নং ট্রাকের চালক চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার মো. নজির (৪০) ফেরিতে উঠার জন্য ঘাট পন্টুনে দায়িত্বরত বিআইডব্লিউটিসি’র লস্কর আ. রবের কাছে টিকিট প্রদর্শন করেন। এসময় টিকিটটি জাল বলে সন্দেহ হলে তিনি তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানান। বিআইডব্লিউটিসি’ একাধিক কর্মকর্তা ওই টিকিটটি পরীক্ষা করে জাল বলে সনাক্ত করেন। এসময় ট্রাক চালক নজিরকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানায় সবুজ নামের এক দালালের কাছ থেতে তিনি এ টিকিট কিনেছেন। এজাহারে আরো উল্লেখ করা হয়েছে যে, আসামী সবুজ ও তার অন্যান্য সহযোগীরা প্রতারনার মাধ্যমে জালিয়াতি করে ট্রাক চালকদের জাল টিকিট সরবরাহ করে আসছে। এর ফলে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে।
এদিকে দৌলতদিয়া ঘাটে বেশীর ভাগ ক্ষেত্রে প্রভাবশালী এ দালাল চক্র ছাড়া ফেরির টিকিট মেলে না বলে অভিযোগ করেছেন একাধিক ট্রাক ড্রাইভার।
বিআইডব্লিটিসি’র দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক (বানিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, দালালরা ট্রাকের চালক-হেলপার সেজে প্রতারনা করে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে থাকে। এছাড়া কাউন্টারের আসার আগেই ট্রাক চালকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের সহযোগিতা নিতে বাধ্য করে। এ ক্ষেত্রে তাদের কি করার আছে। তিনি আরো বলেন, জাল টিকিটের ব্যাপারে সকল স্টাফদের সতর্ক করা হয়েছে। তারা প্রতিটি টিকিট সুক্ষ ভাবে পরীক্ষা করছেন। তিনি এখানে দায়িত্বপালনকালে জাল টিকিট সরবরাহকারীদের বিরুদ্ধে ৪টি মামলা করেছেন বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়