গোয়ালন্দের মহাসড়কের পাশ থেকে কার্টুনভর্তি নবজাতকের মৃতদেহ উদ্ধার –

- Update Time : ০৯:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
- / ২৩ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোয়ালন্দ উপজেলার নবুওসিমদ্দিন পাড়া এলাকা থেকে রোববার সকালে কার্টুনভর্তি অজ্ঞাত এক ছেলে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠিয়েছে।
স্থানীয় নজরুল ইসলাম জানান, উপজেলার নবুওসিমদ্দিন পাড়া মকবুলের দোকান এলাকায় রোববার ভোরে মহাসড়কের পাশে একটি কাগজের কার্টুন পড়ে থাকতে দেখে এলাকাবাসী। উৎসুক স্থানীয়রা ওষুধ কোম্পানী ওই কার্টুন খুলতেই এ মধ্য থেকে বেড়িয়ে আসে সাদা ফুট ফুটে সদ্য ভুমিষ্ঠ হওয়া এক ছেলে নবজাতকের মৃতদেহ। এসময় তারা বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে সকালেই গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শী অনেকেই জানান, শনিবার রাতের কোন এক সময় অজ্ঞাত কেউ এই নবজাতককে কার্টুনে ভরে ফেলে দিয়ে গেছে। এসময় অনেকেই আক্ষেপ করে বলেন, মানুষ এত বড় পাষন্ড হয় কি করে?
গোয়ালন্দ ঘাট থানার এসআই সনাতন কুমার জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধারের পর ময়না তদন্ত শেষে রাজবাড়ীর আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করার প্রক্রিয় চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়