রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে বিএনপি‘র গণস্বাক্ষর কপিসহ স্মারকলিপি প্রদান –
- Update Time : ০৯:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
- / ১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দূর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও শান্তিপূর্ণ কর্মসূচী পালনের দাবীতে রাজবাড়ীতে জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষর করা স্মারকলিপি পেশ করেছে জেলা বিএনপি।
রবিবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নিকট গণস্বাক্ষর করা স্মারকলিপি পেশ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সিনিয়র সহ-সভাপতি রোকন উদ্দিন চৌধুরী, সাবেক এমপি মোঃ নাসিরুল হক সাবু, এ্যাডঃ আসাদুজ্জামান লাল, এ্যাডঃ লিয়াকত আলী প্রমূখসহ জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের সেতা-কর্মীরা উপস্থতি ছিলো।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বিএনপি মনে করেন সম্পূর্ণ অন্যায় ভাবে মিথ্যা ও উদ্দেশ্যে প্রনোদিত একটি মামলায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দন্ড দিয়ে কারাগারে রেখেছেন। গণতন্ত্রকে ধ্বংস করতে বর্তমান সরকার জবরদস্তি ভাবে বিনা ভোটে আবারো ক্ষমতায় টিকে থাকতে যে নীল নকশা করেছেন তার অংশ হিসেবে আজকে সরকার তাদের উপর দমন পিরন করছে। শান্তিপূর্ণ ভাবে তারা রাজবাড়ীতে আন্দোলন করলেও তাদের দলের বহু নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচীসহ তাদের সকল কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে পালন করতে চান এবং সেই সব বিষয়কে লিপিবদ্ধ করে তাদের কয়েক লক্ষ্য গণস্বাক্ষর সংগ্রহিত হয়েছে। যার কপি আজ জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক বরাবর পেশ করেছেন। এ সময় তিনি খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবী করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়