কালুখালীর মৃগীতে ইটভাঙ্গা গাড়ী উল্টে ১জন নিহত ১ জন গুরুতর আহত –

- Update Time : ০৯:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
- / ২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রবিবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ইটভাঙ্গাগাড়ী উল্টে খাদে পড়ে ১জন নিহত ও ১জন গুরুত্বর আহত হয়েছে। সকাল ১১টার দিকে উপজেলার মৃগী ইউনিয়নের আড়কান্দি শহিদ মুক্তিযোদ্ধা মাদরাসা সংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটে।
বিষয়টি মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খায়রুল ইসলাম ও মৃগী ইউপি ছাত্রলীগের সভাপতি হারুণ অর রশিদ এ প্রতিনিধিকে জানায়, সকাল ১১টার দিকে ৫/৬জন শ্রমিক ইটভাঙ্গা গাড়ী নিয়ে শিকজান বাজার থেকে মৃগী বাজারে আসতে পথে মধ্যে আড়কান্দি নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় হাবিব (৩০) নামে একজন শ্রমিক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে নিহত হয়। সে মৃগী ইউপির পবনপাচবাড়ীয়া গ্রামের হাকিম মন্ডলের পুত্র। আহত লতিফ মন্ডল (৩৬) সে সাওরাইল ইউপির ছানাউদ্দিন মন্ডলের পুত্র। এ ঘটনায় তার ডান পা ছিড়ে যায়। আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। এ সংক্রান্ত ব্যাপারে কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানায়, নিহত হাবিব এর লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়