কালুখালীর কালিকাপুর ইউপি যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা –

- Update Time : ০৯:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
- / ২০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শনিবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার ২নং কালিকাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৮ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ইউনিয়নের গতমপুর এ,জেড,এম ছাকেন উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কালিকাপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীÑ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর সুযোগ্য পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল।
তিনি তার বক্তব্যে বিএনপি ও জামায়াতের বিগত সময়ের বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধাচারণ করে আগামীতে বর্তমান আওয়ামীলীগ সরকারকে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করার আহবান জানান এবং ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে যারা সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে অধিষ্টিত হবেন তাদেরকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নিয়মনীতি অনুসারে রাজনীতি করার দিক নির্দেশনা প্রদান করেন। এসময় কালিকাপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ সিদ্দিকী বাচ্চুর সঞ্চালণায় উদ্বোধক হিসেবে কালুখালী উপজেলা শাখার বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, প্রধান বক্তা হিসেবে যুগ্ম আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম লাবু, বিশেষ হিসেবে অতিথি কালিকাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতিউর রহমান নবাব, কালুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ খায়রুল ইসলাম খায়ের, কালিকাপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আকমল হোসেন বাচ্চু, রতনদিয়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সোহেল আলী মোল্লা, সদস্য মোঃ ইলিয়াছ এছাড়াও পাংশা যুবলীগের আহবায়ক ফরহাদ হোসেন ফরহাদ অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, কালিকাপুর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা সংগঠন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়