কালুখালীতে শেষ হল কেকেএস সাহিত্য ও সংস্কৃতি উৎসব-

- Update Time : ০৯:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
- / ১১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে, কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) ও পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় কালুখালী ডিগ্রি কলেজে “ কেকেএস সাহিত্য ও সংস্কৃতি উৎসব ২০১৮” অনুষ্ঠিত হয়।
দুই পর্বের আয়োজনে সমন্বিত এ অনুষ্ঠানের প্রথম পর্ব কলেজ প্রাঙ্গনে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তলন, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার, রাজবাড়ী। তিনি বলেন, শুধুমাত্র পড়াশুনার মাধ্যমে একজন পরিপূর্ন মানুষ হওয়া যায় না। এর সাথে প্রয়োজন সাহিত্য ও সংস্কৃতির চর্চা। তিনি রাজবাড়ী জেলায় কেকেএস এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির কাজের প্রশংসা করেন সেই সাথে উদ্বোধক হিসেবে তাকে নির্বাচন করায় তিনি কেকেএস কে ধন্যবাদ জানান। এরপর প্রতিযোগীদের রেজিষ্ট্রেশন পর্ব শেষ হয়। একে একে বিতর্ক, গান, চিত্রাংকন, দেয়াল পত্রিকা, আবৃতি, অভিধান থেকে শব্দ বের করা, নৃত্য, গল্প বলা, ছড়া লিখন, কুইজ, শব্দ দিয়ে অনুচ্ছেদ, যেমন খুশি তেমন সাজো, মুখোশ তৈরি, সুন্দর হাতের লেখা ও একক অভিনয় সর্বমোট ১৫টি বিষয়ের উপর ৩৯৮ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে প্রতিযোগীতা সম্পন্ন হয়।
এরপর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকালে কলেজ হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কালুখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ. কে. এম জয়নাল আবেদীন এবং কাটাবাড়ীয়ার নুরনেছা কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু।
তারা বলেন, সৃজনশীল ও সুকুমারবৃত্তি চর্চার লক্ষ্যে কেকেএস এর এই আয়োজন প্রসংশনীয়। এ ধরনের আয়োজন যুবকদেরকে মাদক থেকে দুরে রাখে এবং প্রতিভার বিকাশ ঘটায়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, মেহেদী হাচিনা পারভীন নিলুফা, চেয়ারম্যান, রতনদিয়া ইউনিয়ন পরিষদ। মোহাম্মাদ তোফায়েল আহমেদ তার বক্তব্যে বলেন, মাদক ও অপসংস্কৃতি থেকে সমাজকে রক্ষা করার জন্য সাহিত্য চর্চার কোন বিকল্প নেই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর নির্বাহী পরিচালক, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিশুরা অনুকরনপ্রীয়। তারা যা দেখে তাই শেখে। ‘এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান’। তাই শিশুদেরকে সবার আগে প্রাধান্য দিতে হবে। তিনি সকলকে ঘুষ ও দুর্নীতি হতে বিরত থাকার অনুরোধ জানান। অনুষ্ঠান সফলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। এরপর বিজয়ীদের পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। কর্মসূচি সংগঠকের দায়িত্ব পালন করেন ফয়েজুল হক (কল্লোল)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়