রাজবাড়ীতে অজ্ঞাত এক নারীসহ তিন জনের লাশ উদ্ধার –
- Update Time : ০৭:০২:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
- / ১১ Time View
শফিকুল ইসলাম শামীম/ নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের লিটন মেম্বারের পোড়াভিটা থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ সহ দুই ব্যক্তির ঝুলন্ত মৃহদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত নারীর (২০) পরিচয় পাওয়া যায়নি।
শনিবার জেলার সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের লিটন মেম্বর পাড়ার পোড়াভিটা থেকে অজ্ঞাত নারীর মৃহদেহটি উদ্ধার করা হয়। অন্যদিকে সদর উপজেলার মুলঘর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে আহম্মদ শেখ (৫০) এবং বরাট ইউনিয়নের মজুরদিয়া গ্রামের আক্তার শেখের বাড়ী থেকে আবদুল্লাহ শেখ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক কামাল জানায়, সকাল ১১টার দিকে অজ্ঞাত নারীর মৃতদেহটি উদ্ধার করা হয়। প্রথমিক ভাবে ধারণা করা হ”েছ নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন শনিবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার মূলধর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে আহম্মদ আলী (৫০) এবং বরাট ইউনিয়নের মজুরদিয়া গ্রামের আক্তার শেখের বাড়ী থেকে আবদুল্লাহ শেখ (২৬) নামে আরেক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
লাশ তিনটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরন করার প্র¯‘তি চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়