ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীতে ওরশযাত্রী বাহি বাস ব্রীজের রেলিংয়ে, আহত ৩, দুই ছাগলের মৃত্যু –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৪ Time View
নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার নিমতলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ওরশযাত্রী বাহি বাস ব্রীজের রেলিংয়ের সাথে ধাক্কা খেয়েছে। এসে ওই বাসের তিন জন যাত্রী গুরুতর আহত হয়েছে। সেই সাথে ওরশস্থলে নিয়ে যাওয়ার জন্য আনা দুই ছাগলের মৃত্যু হয়েছে। আহতদেও ফরিদপু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহল্লাদীপুর হাইওয়ে থানার এসআই বিল্লাল হোসেন বলেন, আজ শুক্রবার সকালে সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের আটরাশি গামী ওই বাসটি ওরশ যাত্রী নিয়ে লালমনিরহাট থেকে এখানে আসে। দুর্ঘটনায় বাসযাত্রী ও লালমনিরহাটের শুকুর রাজবাড়ীর বাসিন্দা হাকিম মিয়ার ছেলে ইমন মিয়া (৫৫), বশিরের ছেলে ফজলুল রহমান ও ফজের আলীর ছেলে মিজানুর রহমান আহত হয়। বাসটি আটক করা হয়েছে।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০