বালিয়াকান্দিতে একটি গাছে নয়টি সবুজ কপি দেখতে জনতার ভীড় –
- Update Time : ০৮:৫৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
একটি গাছে নয়টি সবুজ কপি ধরেছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কপি গাছটি দেখতে প্রতিদিনই ভীড় করছে উৎসুক জনতা। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খাটিয়াগ্রামের শমসের আলীর ক্ষেতে।
শমসের আলী জানান, পিঁয়াজের বীজ বপন করার পর ওই ক্ষেতের মধ্যেই একটি কপি গাছ জন্ম নেয়। ধীরে ধীরে বড় হতে লাগে। এতে বোঝা যায় কপি গাছ। গাছে নয়টি সবুজ রংয়ের ফুল কপি ধরে। ওই গাছে প্রথমটি বড় হয় ও পরে আরো ৮টি কপি ধরেছে। সেগুলোও সবুজ রংয়ের হয়েছে। ধীরে ধীরে বড় হচ্ছে। একটি গাছে ৮টি কপি ধরার খবর এলাকায় ছড়িয়ে পড়েছে। কপি ও গাছটি দেখতে এখন অনেকেই সেখানে যাচ্ছে।
খাটিয়াগাড়া গ্রামের আইয়ুব আলী জানান, সে ওই গাছটি পরিচর্যা করেছে। একটি গাছে ৯টি সবুজ রংয়ের কপি ধরার বিষয়টি তার প্রথম দেখা। এজন্য গাছটি ভালো ভাবেই পরিচর্যা করে রাখা হচ্ছে। এলাকায় বিষয়টি জানাজানি হওয়ায় অনেক লোকজন দেখতে যাচ্ছে।
এব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সাথে কথা বলার চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়