পাংশা প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান –
- Update Time : ১০:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৯ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের আয়োজনে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল হক ও রাজবাড়ী জেলাবার কাউন্সিলের সদস্য রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড.খান মোহাম্মদ জহুরুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গত বুধবার রাতে শিল্পকলা মোড়স্থ খোলা মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাংশা প্রেসক্লাবের আহবায়ক এস এম রাসেল কবির’র সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক সাংবাদিক মাসুদ রেজা শিশির’র সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি এ,কে এম শফিকুল মোরশেদ আরুজ,সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম,রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু,সংবর্ধিত অতিথি সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল হক ,রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড.খান মোহাম্মদ জহুরুল হক,পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল আজ্জিজ,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবু হাসান রতন প্রমুখ। পাংশা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের ক্রেষ্ঠ ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শাহ মোঃ রকিবুল ইসলাম শামীম,রাজবাড়ী জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী,সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ,এ্যাড.আব্দুস সাত্তার,পাংশা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক কাজী সেলিম মাবুদসহ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ,শিক্ষক সমিতির নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নারী-পুরুষ সম্বীলিত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়