রাজবাড়ী থেকে ভারতের উদ্দেশ্যে আগামীকাল ছেড়ে যাবে দেশের একমাত্র স্পেশাল ট্রেন –

- Update Time : ০৯:৫২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
- / ৩৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ভারতের পশ্চিম বঙ্গের মেদিনীপুরের উদ্দেশ্যে আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর উদ্যোগে দুই হাজার এক শত ৫৮ জন ওরশ যাত্রী নিয়ে দেশের এক মাত্র স্পেশাল ট্রেন আগামীকাল (বৃহস্পতিবার) রাতে রাজবাড়ী রেল ষ্টেশন থেকে ছেড়ে যাবে।
আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর সভাপতি কাজী ইরাদত আলী জানান, আগামী ১৭ ফেব্রুয়ারী ভারতের পশ্চিম বঙ্গের মেদিনীপুরে হয়রত আলী আব্দুল কাদের সামশুল কাদের সৈয়দ শাহ্ মোরশেদ আলী আল্ কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল্ বাগদাদী আল মেদিনীপুরী (আঃ) মশহুর -এর ১১৭ তম বার্ষিক ওরশ শরীফ উদ্যাপিত হবে। ওই ওরশ শরিফে যোগ দিতে প্রতি বছরের মত এবারও আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর উদ্যোগে এবং বাংলাদেশ ও ভারতের রেলওয়ে বিভাগের ব্যবস্থাপনায় রাজবাড়ী রেল ষ্টেশর থেকে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উদ্দেশ্যে রাত ১০ টায় ওরশ স্পেশাল ট্রেনটি ছেড়ে যাবে। এ জন্য রেলওয়ে বিভাগের পক্ষ থেকে ২৩টি বগি সম্বিলিত একটি ষ্পেশাল ট্রেন বরাদ্দ দেয়া হয়েছে। ওই ট্রেনে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পাসপোর্টধারী ২ হাজার এক শত ৫৮ জন ওরশ যাত্রী সেখানে যাবেন। এর মধ্যে পুরুষ ১ হাজার ২ শত ৯ জন, নারী ৮শত ৭৭ জন ও শিশু ৭২ জন। ট্রেনটি আগামী ১৯ ফেব্রুয়ারী রাতে ওরশ শেষে রাজবাড়ী রেল ষ্টেশনে ফিরে আসবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে ওরশ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ওরশ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে আসছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়