প্রশ্নপত্র ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার -রাজবাড়ীতে শিক্ষা প্রতিমন্ত্রী –

- Update Time : ০৯:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮
- / ৪ Time View
ইমরান,টুটুল,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন, কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি। পরীক্ষা শুরুর আগ মুহুর্তে একটি অসাদু চক্র মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে তা ফেসবুকে ছাড়াচ্ছে। সরকারকে তারা বেকায়দায় ফেলতে এটা করছে। প্রশ্নপত্র ফাঁসকারীর তথ্য দিলে অথবা ধরিয়ে দিলে তাকে ৫ লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স থাকার নির্দেশও প্রদান করেন। সেই সাথে দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের প্রতি সজাগ থাকতে হবে।
আজ রবিবার দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটি”র সভায় তিনি এ সব কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পুলিশ সুপার সালমা বেগম পিপিএম, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিব মিনা, রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষক শামিমা আক্তার মুনমুন প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়