রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন –
- Update Time : ০৬:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি আজ রবিবার গঠন করা হয়েছে।
এতে সভাপতি মেজবাহ উল করিম রিন্টু, সহ-সভাপতি : ফারুক উদ্দিন, মঈনউদ্দিন আহমেদ আকাশ, সুমাইয়া বিনতে আতিয়ার ও ইয়াসির আরাফাত, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তন্ময়, যুগ্ন সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার তমা, আনান আফসানা আজাদ ও ফারহান ইমতিয়াজ নাফি, সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব নোবেল, সহ সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান ও ফেরদৌস নাঈম, অর্থ সম্পাদক সাদমান সাকিব রাফি, সহ অর্থ সম্পাদক নীলয় সাহা নীল, দপ্তর সম্পাদক তারিক ইবনে হাসান শামস, সহ দপ্তর সম্পাদক তাবাসসুম লিসা, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক অনিন্দিতা বসু বৃষ্টি, সহ অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আফরাজুর রহমান রাহাত, প্রচার সম্পাদক আহনাফ তাহমীদ খান রাইয়ান, সহ-প্রচার সম্পাদক আবির হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রীশয়াত রওশন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক কানিজ ফাতেমা, সাজসজ্জা ও অলংকরণ সম্পাদক রাফিউলবারি অঙ্গন, যোগাযোগ বিষয়ক সম্পাদক গৌরব দত্ত, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক আরাফ আহসান আজাদ, স্কুল বিষয়ক সম্পাদক : হামি হাসনাঈন হাসান, সহ স্কুল বিষয়ক সম্পাদক অরিদ, কলেজ বিষয়ক সম্পাদক সৌরভ, সহ কলেজ বিষয়ক সম্পাদক রিমঝিম ও সাদ আহমেদ সাদী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূর ইশরাত এশা, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিমুল এহসান শান্ত। কার্যকরী সদস্য হলো,আশফিকা নওশিন, সাকিব,আঁখি, উর্মি, সাম্য মন্ডল কথা, ফেয়ার, সাবরিনা সুরমা, হুরে জান্নাত তিশা, তানজিম,রাজিন,তামিম। চিফ মডারেটর সৈয়দ সিদ্দকুর রহমান, মডারেটর আবদুল হামিদ, মডারেটর রেজাউল করিম। উপদেষ্টা প্রফেসর কেরামত আলী, মহিতুজ্জামান বেলাল, আজিজা খানম, আক্তার হোসেন, সুরজিত চক্রবর্তী, সাইদা খানম, গোলাম সরওয়ার, প্রদ্যুৎ কুমার দাস, তৈমুর আলম, এজাজ আহম্মেদ, সেলিনা বিলকিছ ও সুমন বিশ্বাস।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়