রাজবাড়ীর শ্রীপুর মাদ্রাসার ভবন নির্মান কাজের উদ্বোধন করলেন শিক্ষাপ্রতিমন্ত্রী –
- Update Time : ০৯:৫৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৫ Time View
ইমরান, টুটুল, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মাদ্রাসার ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর লজ্জাতুনন্নেছা কামিল মাদ্রাসায় চারতলা ভিত ও তিন কক্ষ বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের কাজ উদ্বোধন করা হয়।
শিক্ষা প্রকৌশল অধি-দপ্তরের বাস্তবায়নে ভবন নির্মান কাজের ফলক উন্মোচন ও মাটি কেটে উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন, লজ্জাতুনন্নেছা কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজি সিরাজুল ইসলাম, জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি গনেশ নারায়ন চৌধুরী, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অরুনাভ রায়, লজ্জাতুনন্নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেদার উল্লাহ, সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী বিনয় কুমার বিশ্বাস , জেলা আওয়ামীলীগের সহ-সভাপতিহেদায়েত উল্লাহ সোহরাব। মোনাজাতের মাধ্যমে ভবনের নির্মানের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয় । মোনাজাত করেন লজ্জাতুনন্নেছা কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা শামসুর রহমান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়