রাজবাড়ীতে শেষ হলো দুই দিন ব্যাপী জাতীয় বিতর্ক উৎসব –
- Update Time : ০৯:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮
- / ১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“আমাদের সব আমাদের হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে ২ দিনব্যাপী ৬ষ্ঠ জাতীয় বিতর্ক উৎসব-২০১৮ে আজ শনিবার রাতে সমাপ্ত হয়েছে।
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি মেজবাহ-উল-করিম রিন্টু এর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার। অতিথি ছিলেন, একুশে পদক প্রাপ্ত চিত্রশিল্পী প্রফেসর মনসুর উল করিম, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কেরামত আলী, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ, বিজ্ঞান চেতনার আহবায়ক মুহিতুজ্জামান বেলাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সুমন, জাহাঙ্গীরনগর ডিবেটিং ওর্গানাইজেশনের সভাপতি মুশফিক সালেহীন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মল হোসেন সিক্ত, সাবেক সভাপতি শাহাদৎ হোসেন রনি, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও উৎসবের আহব্বায়ক ফারুক উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এই উৎসবে ৫০ টি গ্রুপে ৩২টি মাধ্যমিক ও ১৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩০০শ বিতার্কিক এতে অংশ গ্রহন করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়