বিপিপিইএ-এর পক্ষ থেকে শিক্ষা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা প্রদান –
- Update Time : ১০:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
- / ১০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগারি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেছেন, শিক্ষার মাধ্যমে দেশের ব্যাপক জনগোষ্ঠীকে আধুনিক কারিগরি ও তথ্যপ্রযুক্তি জ্ঞান আয়ত্বের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তর করার জন্য সরকার নানা ধরণের কার্যক্রম হাতে নিয়েছে। অগ্রাধিকারমূলক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাস্তবায়নের জন্য সরকার শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রতিষ্ঠিত করেছে। মানসম্পূন্ন পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারী-বেসরকারী পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা একই মানে নিয়ে আসতে সরকার কাজ করে যাচ্ছে। যুগোপযোগি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষনই জাতির অর্থনৈতিক মুক্তির পথ।
গত মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগারি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতি (বিপিপিইএ)। ওই সংবর্ধনা উপলক্ষে আয়োজিত “দক্ষতা উন্নয়ন-প্রেক্ষিত গুনগত কারিগরি শিক্ষার নিশ্চয়তা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। ।
অনুষ্ঠিনে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগারি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো: আলমগীর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিপিইএ’র সভাপতি ও আইডিইবি সাধরণ সম্পাদক মো: শামসুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন বিপিপিইএ’র সাধরণ সম্পাদক সোহেলি ইয়াসমিন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়