বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অপরাধে ৩ জনের কারাদন্ড –
- Update Time : ০৯:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৯ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রশ্নপত্র ফাঁসে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কঠোর হুসিয়ারী সত্বেও প্রশ্নপত্র ফাঁস অব্যাহত রয়েছে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বুধবার সকালে এস,এস,এস পরীক্ষার ইংরেজী ২য়পত্র প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৩জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, এস,এস,সি পরীক্ষার ইংরেজী ২য়পত্র পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রের বাইরে নিয়ে অবস্থান করাসহ প্রশ্ন ও উত্তর ছড়িয়ে দেওয়ার গোপন খবর পেয়ে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস (২৪), গঙ্গাসাগর গ্রামের ক্ষিরোদ ঘোষের ছেলে সজিব ঘোষ (১৯) ও বালিয়াকান্দি গ্রামের বাবলু মোল্যার ছেলে সুমন মোল্যা (২০) কে মোবাইল ফোনে ডিভাইডারের মাধ্যমে প্রশ্ন ও উত্তর প্রদান করা কালীন তাদেরকে হাতেনাতে আটক করা হয়। তাদের মোবাইল ফোন পরীক্ষা করে ইংরেজী ২য় পত্রের প্রশ্ন ও উত্তরসহ বিগত দিনেও প্রশ্ন এবং উত্তর পাওয়া যায়। তারা দোষ স্বীকার করায় পাবলিক পরীক্ষা সমুহ অপরাধ আইন, ১৯৮০ এর ৯ ধারায় সুব্রত বিশ্বাস ও সুমন মোল্লাকে ৬মাস করে এবং সজিব ঘোষকে ১৫দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
তিনি আরো জানান, এ চক্রের সাথে কারা জড়িত আছে তাও চিহিৃত করতে কাজ করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়