রাজবাড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১ শিক্ষক ও ৯ পরীক্ষার্থী বহিস্কার –

- Update Time : ০৯:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
- / ২৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার আজ সোমবার ছিলো ইংরেজি প্রথমপত্র পরীক্ষা। এ পরীক্ষায় অসাদুপায় অবলম্বন ও সহায়তা করার অভিযোগে এক জন শিক্ষক ও ৯ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
রাজবাড়ী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের হল সুপার প্রবীর কুমার সেন জানান, তার কেন্দ্রে পরীক্ষা শুরুর পর পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। তিনি ৩০৬ নং কক্ষ পরিদর্শনে গিয়ে হাতে নাতে আটক করেন, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুব্রত চন্দ্র কুন্ডুকে। সে সময়ই ওই ছাত্রকে এবং ওই কক্ষের দায়িত্বে থাকা জেলা সদরের আলহাজ¦ আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কোরবান আলীকে বহিস্কার করেন।
অপরদিকে, আজকের পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে সদর উপজেলা খানখানাপুর কেন্দ্রে ৪ জন, জেলার পাংশা উপজেলার মাঝপাড়া কেন্দ্রে ১জন, জেলা বালিয়াকান্দির এসএসসি পরীক্ষা কেন্দ্রে ১জন এবং ভকেশনাল পরীক্ষা কেন্দ্রে আরো ১জন ছাত্র কে বহিস্কার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়