বালিয়াকান্দিতে ৪১ লক্ষ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু –
- Update Time : ০৮:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
- / ২২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
খেলাধুলার প্রসার ঘটাতে বর্তমান সরকার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প গ্রহন করেছে। সারা দেশে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে প্রথম পর্যায়ের ১৩১ উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের মধ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ সোমবার দুপুর থেকে শুরু হয়েছে।
আনুষ্ঠানিক ভাবে কাজের শুভ সুচনা করেন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের উপ- প্রকল্প পরিচালক মোঃ আওলাদ হোসেন। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুস সালাম, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নুর জাহান রিসোর্স ইন্টারন্যাশনাল মাদারীপুরের সত্বাধিকারী আলহাজ্ব মোঃ খালিদ হোসেন ইয়াদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী ফকির প্রমুখ উপস্থিত ছিলেন। ১৮ জুনের মধ্যে ৪১ লাখ টাকা ব্যায়ে কাজ সম্পন্ন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়