রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত কাজী এজাজ কায়সার-

- Update Time : ০৭:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগীতায় ২০১৮ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার।
তিনি জেলার সজ্জনকান্দা গ্রামের মৃত. কাজী এডি করিম এর সুযোগ্য পুত্র। তার স্ত্রী মোছাঃ রোকেয়া রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক। পারিবারিকভাবে তিনি তিন সন্তানের জনক। কাজী এজাজ কায়সার গত ৩১/১০/২০১২ সালে কালুখালীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করে শিক্ষার মান উন্নয়নে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেছে। এছাড়াও তিনি ব্যানবেইস ও আইসিটি ট্রেনিং গ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন এবং দেশের মধ্যে নায়েম, প্রশাসনিক ট্রেনিং গ্রহণ করে জ্ঞান অর্জন করেছেন। গতকাল এ প্রতিনিধির সাথে আলাপকালে তিনি বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির বিজ্ঞানের যুগে শিক্ষা খাতকে ডিজিটাল হিসেবে গড়তে আন্তরিক হয়ে কাজ করবেন। সে ব্যাপারে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়