কালুখালীতে এ্যাসিল্যান্ডের বিদায় সংবর্ধনা, নবাগতকে বরণ-
- Update Time : ০৯:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
- / ২০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে গত বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম এর বিদায় সংবর্ধনা ও নবাগত এ্যাসিল্যান্ড সানজিদা শাহনাজ এর বরণ অনুষ্ঠিত।
অফিসার্স ক্লাবের আয়োজনে এ উপলক্ষে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকসেদুল আলম এর সঞ্চালণায় এক আলোচনা সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বিদায়ী ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপণ করেন কারণ দীর্ঘ একটি বছর এ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে কাজ করে সকলের কাছে অতি পরিচিত হয়েছিলেন। তিনি সবসময় ভালো কাজের সাথে জড়িত থাকতেন এবং সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্বপরি উপজেলা পরিষদের চেয়ারম্যান তার চাকরি জীবনে সাফল্য কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সিদ্দিকুর রহমান, নবাগত সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শাহনাজ, কৃষি অফিসার মোঃ মাছিদুর রহমান, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, নির্বাচন অফিসার জাহিদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, আব্দুর রশিদ, সহকারী মৎস কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফজলুল হক ও প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম তিনি তার বক্তব্যে দীর্ঘ একটি বছর এই উপজেলায় চাকুরি করার সুবাদে সকল অফিসারদের সাথে কাজ করে আন্তরিকতা সৃষ্টি হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষ তিনি নিজের ও পরিবারের প্রতি দোয়া কামনা করেন। আলোচনা শেষে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী এ্যাসিল্যান্ডকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে নবাগত ইউএনও, এ্যাসিল্যান্ড ও বিদায়ী এ্যাসিল্যান্ডকে উপহার প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়