রাজবাড়ীতে ফজরের নামজের মধ্যে দিয়ে তিনদিন ব্যাপী ইজতেমা’র শুরু –
- Update Time : ১০:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৭ Time View
লিটন চক্রবর্তী, রুবেলুর, ইমরান, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
ফজরের নামাজ আদায়ের পর আম বয়ানের মধ্যে দিয়ে আজ বৃহস্পতিবার থেকে প্রথমবারের মত রাজবাড়ীতে তিনদিন ব্যাপী ইজতেমার শুরু হয়েছে। ৩ ফেব্রুয়ারী সকালে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ইজতেমার।
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুরে ২০ একর জমির উপর ওই ইজতেমা শুরু হয়েছে। গতকাল বিকাল থেকে হাজার হাজার ধর্মপ্রান মুসল্লীরা ইজতেমা প্রাঙ্গনে অবস্থান নিয়েছে আল্লাহর স্বার্ণিধ্য লাভের আশায়।
ইজেতেমা প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, কিশোর, যুবক, বৃদ্ধারা দল বেঁধে ইজতেমা ময়দানে আসছেন। এসময় তাদের হাতে, পিঠে ও মাথায় খাবার এবং থাকার নানা প্রয়োজনীয় জিনিসপত্রাদি। এছাড়া ময়দানে অবস্থান নেওয়া মুসল্লিদের চলছে খন্ড খন্ড ভাবে বয়ান। আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে ইজতেমা প্রাঙ্গনসহ আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এছাড়া মুসল্লিদের চিকিৎসা দিতে মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স রয়েছে ইজতেমা প্রাঙ্গনে।
মুসুল্লীরা জানান, আল্লাহর সান্নিধ্য লাভের আশায় শীত ও কুয়াশা উপেক্ষা করে রাজবাড়ীর ইজতেমায় আসছেন এবং আখেরী মোনাজাত পর্যন্ত থাকবেন। এ সময়ে তারা মুরব্বিদের কাছ থেকে দিনের পথে চলার কথা শুনবেন। পরকালে একটু শান্তির আশায় তাদের এখানে উপস্থিত হওয়া।
রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপরাধ) আসাদুজ্জামান আসাদ বলেন, তিনদিন ব্যাপী রাজবাড়ী ইজতেমা আজ ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে। এ জন্য পুলিশ প্রশাসন পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং পুলিশ সুপার ইজতেমা ময়দান পরিদর্শন করেছেন। ইজতেমা এলাকায় সাদা পোশাকের পুলিশসহ কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। তিনি আশা করছেন তিন দিনের এ ইজতেমা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম পিপিএম বলেন, ইজতেমায় প্রতিদিন প্রায় ৭০ হাজার মুসুল্লীর সমাবেশ ঘটছে। আখেরী মোনাজাতে আগমন হবে দুই লক্ষাধিক মুসুল্লীর। জেলা পুলিশের পাশাপাশি চার শতাধিক অফিসার ও ফোর্স সেখানে ডিউটি করছে। এর বাইরেও সেখানে মোবাইল টিম, স্টাইকিং ফোর্স-এর পাশাপাশি সাদা পেশাকেও পুলিশ অবস্থান করছে। একই সাথে সেখানে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। সেখান থেকে অফিসার ও ফোর্সদের তদারকি করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়