রাজবাড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৭০, বহিস্কার ১ –
- Update Time : ১০:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সারা দেশে আজ বৃহস্পতিবার থেকে এসএসসি, এসএসসি (ভকেশনাল) এবং দাখিল পরীক্ষা শুরু হয়েছে। ওই সব পরীক্ষায় রাজবাড়ী থেকে এবার ১৪ হাজার ৫৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করার কথা থাকলেও অংশ গ্রহণ করেছে ১৩ হাজার ৯শত ৮৮ জন। ৭০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেনি। অপর দিকে, জেলা শহরের শ্রীপুর লজ্জাতুননেছা কামিল মাদ্রাসা কেন্দ্রে অসাদুপায় অবলম্বনের কারণে এক জন দাখিল পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
এদিকে, প্রথমদিনেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাগেছে, জেলা সদর, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতকালকের এসএসসি পরীক্ষায় ৩৯ জন, এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় ১০ জন এবং দাখিল পরীক্ষায় ২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। জেলায় এসএসসিতে ১১ হাজার ২শত ৫৩ জন শিক্ষার্থীর অংশ গ্রহণ করার কথা থাকলেও অংশ গ্রহণ করে ১১ হাজার ২শত ১৪ জন, এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় ১ হাজার ১শত ৪০ জনের অংশ নেবার কথা থাকলেও অংশ নেয় ১ হাজার ১শত ৩০ জন এবং দাখিল পরীক্ষা ১ হাজার ৬শত ৬৫ জনের অংশ নেবার কথা থাকলেও অংশ নেয় ১ হাজার ৬ শত ৪৪ জন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়