রাজবাড়ীতে আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ শুরু –

- Update Time : ১০:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
- / ২০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জন শিক্ষককে নিয়ে রাজবাড়ীতে আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ শুরু করা হয়ছে। আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুরস্থ পিটিআই-এর প্রশিক্ষণ কক্ষে শুরু হয়।
এ সময় পিটিআই-এর ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ও কোর্স কোডিনেটর নারগিস আক্তারের পরিচালনা প্রশিক্ষণ প্রদান করছেন, কুষ্টিয়া পিটিআই-এর পরিদর্শক লাকসি পারভীন, রাজবাড়ী পিটিআই-এর পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, জেলার পাংশা রিসোর্স সেন্টারের পরিদর্শক হাফিজুর রহমান। ১২ দিন ব্যাপী ওই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার শতভাগ শিক্ষার্থী উপস্থিতি ও পাস করা প্রাথমিক বিদ্যালয়ের বাছাইকৃত শিক্ষকদের ওই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পর্যাক্রমে আগামী ছয় মাস ওই প্রশিক্ষণ প্রদান করা হবে।
রাজবাড়ী পিটিআই-এর পরিদর্শক মোঃ নজরুল ইসলাম বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মাল্টিমিডিয়া কন্টেন্টের ধারনা, মাল্টিমিডিয়া ক্লাস রুম ও মাল্টিমিডিয়া কনটেন্ট রুম ব্যবহার। মাল্টিমিডিয়া ক্লাস রুমে শিক্ষার্থীদের সক্রিয় রাখা ও শিখনফল লেখার কৌশল। একটি কনটেন্ট তৈরীর বিভিন্ন দক্ষতা চিহ্নিতকরণসহ নানা বিষয় শেখানো হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়