রাজবাড়ীতে ট্রেনে কেটে ঘোড়াশাল সার কারখানার কর্মচারী নিহত –

- Update Time : ১০:১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
- / ২৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া রেল রুটের সদর উপজেলা মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামে ট্রেনে কেটে পিযুষ কুমার বিশ^াস (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পিযুষ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার চর বাখরবা গ্রামের মৃত অমূল্য বিশ^াসের ছেলে এবং ঘোড়াশাল সার কারখানার ্্যামোনিয়া কন্ট্রোল রুমের কন্ট্রোলার হিসেবে কর্তরত ছিলেন।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি হারুন মজুমদার জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী মেইল ট্রেনটি গতকাল সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামে পৌছালে পিযুষ কুমার বিশ^াস কাটা পরে ঘটনাস্থলেই নিহত হন। পরে লাশটি উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, পিযুষের মেয়ে স্বর্ণালী রানী বিশ^াস ফরিদপুর মেডিকেল কলেজে পড়ে। গত বুধবার পিযুষ স্বর্ণালীকে তার কলেজে পৌছে দিয়ে রাজবাড়ীর কালুখালীতে থাকা এক স্বজনের বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। তার সে ক রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামে কিভাবে আসলো এবং কিভাবেবা ট্রেনের নিচে কাটা পড়লো তা বোঝা যাচ্ছে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়