গোয়ালন্দে এসএসসি পরীক্ষায় ছাত্রীর সংখ্যা বেশি –
- Update Time : ১০:০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৪ Time View
শফিকুল ইসলাম শামীম, রাজবাড়ী বার্তা ডট কম :
শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার গোয়ালন্দ উপজেলায় ৮৬৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষার্থী। পরীক্ষায় উপস্থিত হয়েছে ৮৬৬ জন শিক্ষার্থী।
জানা যায়, গোয়ালন্দ উপজেলার ১০টি সরকারী-বেসকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ৩৯৫জন এবং ছাত্রী ৪৭৩ জন মিলে মোট ৮৬৮ জন শিক্ষার্থী পরীক্ষার্থী। এর মধ্যে ২জন শিক্ষার্থী উপস্থিত হয়নি। পরীক্ষায় অংশ নিয়েছে ৮৬৬জন শিক্ষার্থী।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা পরীক্ষা চলে। পরীক্ষা চলাকালীন রাজবাড়ী উপ-পরিচালক স্থানীয় সরকার ড. আজাদুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লা আল-সাদীদ, গোয়ালন্দ কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল কেন্দ্র পরিদর্শন করেন।
গোয়ালন্দ কেন্দ্র সচিব মোঃ জহুরুল ইসলাম বলেন, গোয়ালন্দ উপজেলায় ছাত্রের চেয়ে এবার ৭৮জন ছাত্রী এসএসসি পরীক্ষায় বেশি অংশ নিচ্ছে। যা গত বছরের চেয়ে এবার অনেক এগিয়ে ছাত্রীরা। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার উপর গুরুত্ব দেওয়ায় ছাত্রীদের ঝড়ে যাওয়ার সংখ্যা কমে গেছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উদ্দিন জানান, গোয়ালন্দে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এখনও পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কেউ অন্যায় করলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। সার্বক্ষনিক পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়