রাজবাড়ী জেলা বারের নির্বাচনে ১১ পদের ৭ টিতে আ:লীগ পন্থীদের বিজয় –

- Update Time : ১০:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮
- / ৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচনে ১১টি পদের মধ্যে আওয়ামীলীগ পন্থী প্যানেল সভাপতি ও সম্পাদকসহ ৭টি ও বিএনপি পন্থী প্যানেল সহ-সভাপতিসহ ৪ টি পদে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে আওয়ামীলীগ ও গণতান্ত্রিক আইনজীবি পরিষদের প্যানেল মামুন-রফিক-বাচ্চু পরিষদের এ্যাডঃ শফিকুল আজম মামুন (১০৬) ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি পন্থী প্যানেলের লিয়াকত-আইয়ুব-বারী পরিষদের মোঃ লিয়াকত আলী পেয়েছেন (৫৮) ভোট। আওয়ামীলীগ ও গণতান্ত্রিক আইনজীবি পরিষদের এ্যাডঃ হাবিবুর রহমান বাচ্চু (৯২) ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন। যার একমাত্র প্রতিদ্বন্দী বিএনপি পন্থী প্যানেলের কাজী আব্দুল বারী কুটিন পেয়েছেন (৭৮) ভোট।
এদিকে, আওয়ামীলীগ ও গণতান্ত্রিক আইনজীবি প্যানেলের ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আহমেদ আলী মৃধা (৯৯) ভোট, সদস্য প্রথম খান মোঃ জহুরুল হক (৯০) ভোট, তৃতীয় মোঃ সোহেল রানা (৭২) ভোট, চতুর্থ শেখ মোঃ মেহেদী হাসান (৮৫) ভোট ও পঞ্চম হয়েছেন মোঃ আব্দুস সাত্তার (৮৪) ভোট।
অপরদিকে, বিএনপি পন্থী প্যানেলের বিজয়ী হয়েছেন সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী খান (৯০) ভোট, আওয়ামীলীগ ও গণতান্ত্রিক আইনজীবি পরিষদের সহ-সভাপতি প্রার্থী মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন (৬৫) ভোট। সহ-সম্পাদক মোহাম্মদ তসলিম আহমেদ (৭৪) ভোট, আব্দুল আল রাজ্জাক (১০০) ভোট ও দ্বিতীয়তম সদস্য মোঃ আব্দুল মাজেদ (৮৮) ভোট ।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ অশোক কমুার সাহা। এর আগে সকাল ১০টা থেকে বিরতিহিন ভাবে ভোট গ্রহন চলে বিকাল ৪টা পর্যন্ত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়