পাংশায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন এমপি ও ডিসি –

- Update Time : ১০:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮
- / ৩৭ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সরকারের উন্নয়নের অগ্রাধিকারমূলক প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে যাক আমরা সেটা প্রত্যাশা করি। তবে নদী খননের ফলে পদ্মা নদী তীরবর্তী এলাকা নদীগর্ভে বিলীন করে নয়। আমাদের এলাকার মানুষের দাবী যে এলাকা দিয়ে নদী খনন করা হচ্ছে সেটি অব্যাহত থাকলে আগামী বর্ষা মৌসুমে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হবে। এতে গৃহ হারা হয়ে পড়বে হাজার হাজার মানুষ। আমরা চাই রূপপুর প্রকল্প এগিয়ে যাক তবে আমাদের নদী ভাঙ্গন এলাকার মানুষকে সর্বশান্ত করে নয়।
বুধবার বিকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্ব চর আফড়া এলাকায় নদী ভাঙ্গন ও খনন এলাকা পরিদর্শনকালে রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এসব কথা বলেন। এসময় রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, বিআইডব্লিউটিসি’র উর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি, পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, হাবাসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল, কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, হাবাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে সংসদ সদস্য জিল্লুল হাকিম নদীপথে স্বচক্ষে প্রতিনিধি দল নিয়ে নদী এলাকা পরিদর্শন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়