গোয়ালন্দে ল্যাপটপ বিতরন করলেন -শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী –
- Update Time : ১০:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮
- / ১০ Time View
আজু সিকদার/ শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
বতর্মান বিশে^র সাথে তাল মিলিয়ে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন এনেছে। ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত মানের ল্যাপটপ প্রদান করা হয়েছে। এ সকল ল্যাপটপ অব্যবহৃত অবস্থায় ফেলে রেখে পূর্বের মত পাঠদান করলে সরকারের এ উদ্দেশ্য সফল হবে না। অবশ্যই এগুলো যথাযথ ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠদান করতে হবে।
বুধবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি এ সব কথা বলেন।
শিক্ষা প্রতিমন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীদেরকে প্রযুক্তি ব্যবহারের প্রতি আগ্রহ সৃষ্টি করতে না পারলে আগামীতে তারা ডিজিটাল বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবে না। তাই তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিয়ে শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে পারদর্শী করে তুলতে হবে। এ লক্ষ্যে বর্তমানে শিক্ষদেরকেও প্রযুক্তি বিষয়ে নানা প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। তাই শিক্ষকদেরকেও এ ব্যাপারে আরো দায়িত্বশীল হতে হবে। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী উপজেলা নির্বাহী অফিসাকে বিদ্যালয়গুলোতে বিশেষ নজরদারি করা নির্দেশ দেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, প্রতিমন্ত্রীর সহধর্মীনি রেবেকা সুলতানা, কন্যা কানিজ ফাতেমা চৈতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার আ. মালেক, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়