আগামীকাল রাজবাড়ী সফরে আসছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি –

- Update Time : ১০:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮
- / ২৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি আগামীকাল মঙ্গলবার রাজবাড়ী সফরে আসছেন। তিনি ওই দিন বিকালে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত নিবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর উদ্বোধন ঘোষনা করবেন এবং উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সন্ধ্যায় তিনি রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে ফিরে যাবেন। এদিকে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর আগমন উপলক্ষে রাজবাড়ী ও কালুখালী উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
ওই কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক এমপি ও ব্যারিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, রাজবাড়ী জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কামরুন নাহার চৌধুরী (লাভলী) এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ আব্দুল জব্বার। এতে প্রধান বক্তা থাকবেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম এমপি। আরো উপস্থিত থাকবেন জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়