রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন-

- Update Time : ১০:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
- / ২৬ Time View
রুবেলুর, আতিয়ার,ইমরান, টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি বলেছেন, একটি শিক্ষিত জাতি ছাড়া একটি শিক্ষিত দেশ কখনও হতে পারে না। তাই শিক্ষার মান ভাল করা ও শিক্ষার হার বাড়াতে হবে। এ জন্য প্রতিটি স্কুলে সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা যেন চালু হয় সে চেষ্টা করা হচ্ছে।
রোববার সকাল ১১টার দিকে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাজী কেরামত আলী বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা একটি স্কুলের জন্য উৎসব ও আনন্দের দিন। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা, গান ও নাটক চর্চা করা জীবনের পাঠের আরেকটি অংশ। তবে সব কিছুর উদ্ধে বাবা-মা ও শিক্ষকরা, তাদের কথা মত চললে তোমাদের লক্ষ্য পুরন হবে। এ জন্য তোমাদের কিছু লক্ষ্য নিয়ে এগুতে হবে। এছাড়া প্রতিটি শিক্ষার্থীকে কম্পিউটার শিখতে হবে।
তিনি আরো বলেন, রাজবাড়ীর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যে সকল সমস্যা আছে তা নিয়ে ডিজির সাথে আলোচনা করবেন এবং গুরুত্বের সাথে তার নির্বাচনী এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট দুর করার চেষ্টা করবেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পড়ে জাতীয় সংঙ্গীতের সাথে সাথে জাতীয় ও ক্রীয়া পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগীর উদ্বোধন করা করেন অতিথিরা। এ সময় উপস্থিত সবাই শপথ বাক্য পাঠ করেন।
আলোচনা সভা শেষে মশাল জ্বালিয়ে দেন প্রধান অতিথি । পড়ে বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এমএ খালেক, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইনছান আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফীসহ বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক ও ছাত্রীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়