রাজবাড়ীতে পুরোদমে চলছে শুমারি, ব্যক্তিগত তথ্য দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী-

- Update Time : ১০:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
- / ৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের আওতায় খানা তথ্যভান্ডার শুমারি রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নে পুরোদমে চলছে। গত ১৪ জানুয়ারী থেকে শুরু হয়ে ওই গণনা আগামী ২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। ইতোমধ্যে ৯০ শতাংশ গণনা সমাপ্ত হয়েছে।
এর অংশ হিসেবে গত শনিবার রাতে বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছে। রাজবাড়ী সদরের পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল হাসান জানান, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী জাতীয় খানা তথ্যভান্ডার শুমারিতে তথ্য প্রদান করেছেন। তিনি নিজ খানার তথ্য প্রদান শেষে রাজবাড়ী জেলায় শুমারি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। একই সাথে প্রতিটি খানার সঠিক তথ্য তুলে আনার জন্য সর্বাত্মক কাজ করতে নির্দেশ প্রদান করেন।
জেলা পরিসংখ্যান অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আকলিমা খাতুন জানান, দেশের ২৫টি জেলায় ১৪ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত একযোগে ওই গণনা চলছে। তার মধ্যে রাজবাড়ী জেলাও রয়েছে। যার অংশ হিসেবে জেলার ৫টি উপজেলাকে ৫২টি জোনে ভাগ করা হয়েছে। ৫ জন উপজেলা পরিসংখ্যান অফিসারের তত্ববধানে ৫২ জন জোনাল অফিসার, ২২৮ জন সুপারভাইজার ও এক হাজার ২শত ২৯ জন গণনাকারীকে নিয়োগ দেয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়