রাজবাড়ীতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি শুরু-

- Update Time : ১০:১৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
- / ২১ Time View
ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারী কোষাগার থেকে বেতন, ভাতা ও পেনশন পাওয়ার দাবীতে রাজবাড়ী ও পাংশা পৌর কর্মকর্তা-কর্মচারীরা তিন দিনের পূর্ণ দিবস কর্মবিরতি পালন কর্মসূচী গতকাল রবিবার সকাল থেকে করছে।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহব্বানে ও রাজবাড়ী পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের বাস্তবায়নে এ কর্মসূচী শুরু করা হয়েছে। ওই কর্মসূচী চলাকালিন পৌর এলাকায় শুধুমাত্র পানি সরবরাহ সচল রাখা হয়েছে। তবে রাস্তা ঘাট, বাজার পরিস্কার, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিক সনদ, বিদ্যুৎ সরবরাহ, ময়লা আবর্জনা পরিস্কারের প্রতিদিনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে করে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা, সেই সাথে ময়লার স্তুপ বৃদ্ধি পেয়ে মানুষের দূর্ভোগ বৃদ্ধি পেতে শুরু করেছে।
ওই কর্মসূচীতে রাজবাড়ী জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া পলাশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, সহ-সাধারন সম্পাদক শেখ রহমান, পৌর কর্মচারী সংসদের সাধারন সম্পাদক মোঃ আব্দুর রব, প্যানেল মেয়র নির্মল কৃষ্ণ চক্রবর্তী শেখর, কাউন্সিলর শাহ মোঃ জাহাঙ্গীর জলিল, কাউন্সিলর মোঃ আলমগীর শেখ তিতু, কাউন্সিলর মাহতাব উদ্দিন তৌহিদ, কাউন্সিলর আব্দুস সামাদ মজনু ও কাউন্সিলর মরিয়ম কাজীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, জেলার পাংশা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সিদ্দিক আলী খানের সভাপতিত্বে জাফর ইকবালের পরিচালনায় বক্তব্য রাখেন, এ্যাসোসিয়েশনের সেক্রেটারী মোঃ আজিবর রহমান, ফরিদপুর আঞ্চলিক কমিটির সহ-প্রচার সম্পাদক ও জেলা কমিটির অর্থ সম্পাদক সরদার আবু মাসুদ, মোঃ সেলিম হোসেন, শামিম সাগর, শওকত সরদার, মোঃ সাচ্চু মুন্সী, মোছাঃ নাজমুন্নাহার নিপা প্রমুখ।
বক্তারা জানান, এ কর্মসূচী দেশের ৩২৭টি পৌরসভার একযোগে পরিচালিত হচ্ছে। আগামী ৩০ জানুয়ারী পর্যন্ত এ কর্মসূচী চলবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়