“পত্রিকা পড়ে সময় ব্যয়” গোয়ালন্দ পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি শুরু-
- Update Time : ০৯:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
- / ১৮ Time View
শফিকুল ইসলাম শামীম,রাজবাড়ী বার্তা ডট কম :
দাবি আদায়ের লক্ষে কর্মবিরতি। চলবে টানা তিন দিন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তাই পৌর ক্যাম্পাসের সামনে সকল কর্তকর্তা-কর্মচারী মিলে কর্মবিরতি শুরু করেছেন। কিন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় ব্যয় করবেন কি করে। হাতে অফুরান্ত কাজ থাকলেও দাবি আদায়ের লক্ষে কাজ বন্ধ রাখতে হচ্ছে। যে কারণে কর্মবিরতি চলাকালীন পত্রিকা পড়ে সময় ব্যয় করছেন। কেউ আবার বাদাম খেতে ব্যস্ত রয়েছেন।
এদিকে পৌরসভার সাধারন নাগরিক সেবা বঞ্চিত হচ্ছে। সেবা নিতে এসেও কর্মবিরতির কারণে সেবা ছাড়া ফিরে যেতে হচ্ছে। অনেকে জরুরী প্রয়োজনেও পৌরসভার কোন প্রকার সেবা পাচ্ছেন না।
সেবা বঞ্চিত ৪নং ওয়ার্ড বাসিন্দা মোঃ গোলাপ আলী বলেন, পৌরসভায় এসেছিলাম জরুরী কাজে। কিন্ত পৌরসভায় কর্মবিরতি থাকার কারণে ফিরে যেতে হচ্ছে। তিনি বলেন, আন্দোলন কারীরা দাবি আদায়ের জন্য কর্মবিরতি শুরু করেছেন। আমি নিজেও এই দাবির সাথে একাত্বা প্রকাশ করি। কারণ একজন মানুষ তার ন্যায্য দাবি থেকে কেন বঞ্চিত হবে।
গোয়ালন্দ পৌর কর্মকর্তা ও কর্মচারীরা বেতন-ভাতা ও পেনশন সহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ প্রদানের দাবিতে তিন দিন ব্যাপী কর্মবিরতি শুরু করেছে গোয়ালন্দ পৌর সার্ভিস এসোসিয়েশন।
রবিবার সকাল ৯টা থেকে গোয়ালন্দ পৌর কার্যালয়ের সামনে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিতিতে এ কর্মসূচী শুরু হয়েছে। গোয়ালন্দ পৌর সার্ভিস এসোসিয়েশন আয়োজিত সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন খান এর সভাপতিত্বে এ কর্মবিরতি চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
কর্মবিরতি অনুষ্ঠানে একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন এর যুগ্ন-সম্পাদক মোঃ নাসির উদ্দিন রনি। কর্মবিরতিতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বদরুল আলম চৌধুরীর, সাধারন সম্পাদক আসাদুজ্জামান সেলিম, কর্মচারী সংসদের সভাপতি লুৎফুল করিম টিটু, উপসহকারী প্রকৌশলী রেহেনা পারভীন, মাহামুদ হাসান মিলন, ইউনুছ হোসেন বিপ্লব ও ফজলুল হক প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়