স্টুডেন্ট কেবিনেট নির্বাচন এক অনন্য দৃষ্টান্ত- গোয়ালন্দে শিক্ষা প্রতিমন্ত্রী –
- Update Time : ১০:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮
- / ২২ Time View
আজু সিকদার/শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতে সঠিক নেতৃত্বদানের যোগ্য করে গড়ে তোলা জরুরী। নতুন প্রজন্মকে সে লক্ষ্যে প্রস্তুত করতে হবে। এদের গণতান্ত্রিক ও আধুনিক যুগের সাথে সংগতি রেখে দক্ষ করে গড়ে তুলতে আয়োজন করা হয় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন।
শনিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এ সব কথা বলেন।
তিনি বলেন, দেশের সকল বিদ্যালয় ও মাদ্রাসায় একযোগে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নির্বাচিতদের মধ্য থেকে নেতা নির্বাচন করার সুযোগ পাচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের নেতৃত্ব দানের যোগ্যতা অর্জন করবে। গণতান্ত্রিক চর্চার কোন বিকল্প নেই উল্লেখ করে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের নির্বাচন শিক্ষার্থীরা নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা এবং নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে গড়ে উঠতে সহায়তা করেবে। তিনি আরো বলেন, অতীতে শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের মাধ্যমে ক্যাপ্টেন নির্বাচিত হতো এবং লিডারশীপ গড়ে উঠত। মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রহ করা বাধাগ্রস্থ হয়ে এ সকল আনুষ্ঠানিকতা বন্ধ ছিল। বর্তমান গণতান্ত্রিক সরকার শিশুদের গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তুলতে এ সকল কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এ নির্বাচনের মাধ্যমের শিশুদের মধ্য থেকে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন পদে নির্বাচিত হবে।
এ সময় তিনি সুন্দর ও উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের আয়োজন করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ব্যুরোর গবেষনা কর্মকর্তা অধ্যাপক রিতা পারভীন, রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সাদেকুর রহমান, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন, প্রতিমন্ত্রীর সহধর্মিনী রেবেকা সুলতানা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মন্ডল প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়