গোয়ালন্দের দেবগ্রামে গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর করলেন শিক্ষা প্রতিমন্ত্রী-

- Update Time : ১০:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮
- / ২০ Time View
আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের “যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ” প্রকল্পের অধিন নির্মিত ৭৯টি ঘর হস্তান্তর করেল শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী।
এ উপলক্ষে শনিবার বিকেলে উজানচর দেবগ্রাম ইউনিয়নের কাজী মনেক্কা বেগম সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী ঘোষিত সবার জন্য বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে হত দরিদ্রদের জন্য নির্মিত ঘরের চাবি আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদ।
এতে রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মীনি রেবেকা সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু নাসার উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা সমাজ সেবা অফিসার মো. জহিরুল ইসলাম। পরে প্রকল্পের আওতায় ঘর পাওয়া ৭৯ জনের মাঝে চাবি বুঝিয়ে দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়