কালুখালীর মাজবাড়ী ইউপিতে শুভ গ্রাম বিদ্যুতায়ন উদ্বোধন –
- Update Time : ১০:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮
- / ১৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” প্রতিপাদ্য বিষয় নিয়ে গত শনিবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার মাজবাড়ী ইউপির মহিমশাহী কালিকাপুর, রায়পুর, শ্রীপুর ও বংকুরী গ্রামে শুভ বিদ্যুতায়ন উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। ৮৭ লক্ষ ৩১ হাজার ৫০০ শত টাকা ব্যায়ে প্রায় ৬ কিলোমিটার এ বিদ্যুতায়ন উপলক্ষে বিকেলে মাঝবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে এক আলোচনা সভায় এলাকা পরিচালক মোঃ ইশারত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি মোঃ জিল্লুল হাকিম। তিনি তার বক্তব্যে বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে অনিয়ম দুর্নীতির সমালোচনা করে বর্তমান সরকারের আমলে ২০১৮ সালের মধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী প্রতিটা ঘরে ঘরে শতভাগ বিদ্যুতের আলো পৌছে দেওয়ার কথা বলেন। এছাড়াও তিনি রাজবাড়ী-২ আসনের এই সরকারের আমলে তার মাধ্যমে ব্যাপক উন্নয়নের কথা ব্যক্ত করে আগামীতে কালুখালী, পাংশা ও বালিয়াকান্দি উপজেলায় ব্যাপক উন্নয়নের জন্য ১৮৫ কোটি টাকার প্রকল্প অতিদ্রুত বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপস্থিত সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে এলাকার বিশেষ গুরুত্বপূর্ণ হাড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে সোনাপুর বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণের জন্য এমপি’র কাছে জোড় দাবি জানান। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার ও মাজবাড়ী ইউপি চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ তোফাজ্জেল হোসেন প্রমূখ । অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. তোফায়েল আহম্মেদ, অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জুলফিকার আলী, সহকারী অধ্যাপক মঞ্জুর রহমান মিয়া, মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোঃ সাজেদুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন ও ছাত্রলীগ নেতা মোঃ শাহিদুল ইসলাম সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়